সাবধান! দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ খুলল, তবে মন্দিরে ঢোকার আগেই করোনা সংক্রমণের আশঙ্কা
দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ মন্দির খুলল, তবে তাতে যা ছবি ধরা পড়ল, তাতে আতঙ্ক বাড়ল।
মূল ফটকের সামনে যা নজরে পড়ল তার সঙ্গে মন্দিরের ভেতরের বিধিনিষেধের কোন মিল পাওয়া গেল না। মন্দিরের ভিতরে সর্বোতভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে, বজায় রাখা হচ্ছে সামাজিক দূরত্ব, এমনকি শরীরের তাপমাত্রা পরীক্ষা করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু গোল যে বাঁধছে তার আগেই।
সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই নেই। মন্দিরের মূল প্রবেশদ্বারের বাইরে তবে কী এরকমভাবেই ভিড় করবেন দর্শনার্থীরা? প্রশ্ন থেকেই যাচ্ছে। মানুষ কোথায় সচেতন হচ্ছেন?
সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। অনেকের মুখে আবার মাস্ক পর্যন্তও নেই। এবারে ধর্মস্থানে মানুষ ভিড় করলে যে সংক্রমণ দ্রুত হারে ছড়াবে, তা বলাই বাহুল্য।