কারণ আইপিএল! বিশ্বকাপ শেষ ডেল স্টেইনের
আইপিএল ২০১৯-এ দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। সেটাই কাল হয়ে দাঁড়াল। চোটের জায়গায় ফের চোট পেয়ে বসলেন ডেল স্টেইন।
চোটের অবস্থা গুরুতর। তাই বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন স্টেইন। জীবনের শেষ বিশ্বকাপে নামার জন্য মুখিয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার। কিন্তু তা আর হচ্ছে না।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি জানিয়েছেন, ''আইপিএলের ওই দুটো ম্যাচে খেলার সময়ই চোট পায় স্টেইন। ও বিশ্বকাপের আগে সেরে ওঠার সবরকম চেষ্টা করেছিল। কিন্তু হল না।'' প্রসঙ্গত, স্টেইনের বদলি হিসেবে ইতিমধ্যে বেরন হেনড্রিকসের নাম ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
আজ ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে নামার আগে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা। একে তো গত দুই ম্যাচে হার। তার পর আবার স্টেইনের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া!
কাঁধে চোট ছিল স্টেইনের। ২০১৬ সালে সার্জারি করেছিলেন। তার পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। শেষমেশ কাঁধের চোটটাই তাঁকে ভুগিয়ে গেল।