Snow fall in Darjeeling: বসন্তে হিমের পরশ, সাদা চাদরে ঢাকল দার্জিলিং

Tue, 21 Mar 2023-6:01 pm,

দার্জিলিংয়ে তুষারপাত অব্য়াহত। পুরু তুষারের চাদরে ঢেকেছে পাহাড়ি এলাকা। তার মধ্যেই আবহাওয়া দফতরের পূর্বাভাস হল বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘণ্টায়।

রবিবার তুষারপাতের পর ফের মঙ্গলবার দুপুর থেকে তুষারপাত শুরু হয়েছ দার্জিলিংয়ের সান্দাকফুতে। মঙ্গলবার সকাল থেকেই টংলু , টুংলিংয়ে আবহাওয়া খুবই খারাপ। ঝমঝমিয়ে পড়ছে তুষার।

টুংলিংয়ের একটু উপরেই সান্দাকফু, ফালুটে ব্যাপক পরিমাণে তুষারপাত হচ্ছে। গুটিকয়েক যে পর্যটক রয়েছেন সান্দাকফুর নীচের অংশে তারা বেশ উপভোগ করছে এই তুষারপাত।

এরকম এক পরিস্থিতিতে যান চলাচল খুবই সীমিত টংলু, টুংলিং থেকে ৷ তুষারপাতের মাত্রা, জমা বরফের পরিমাণ দেখে চলছে যান চলাচল। তবে বেশিরভাগ ক্ষেত্রে তা বন্ধই থাকছে।

অন্যদিকে দার্জিলিং, কালিম্পং-সহ সমতলে প্রায় রাত থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত ৷ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণও হয়েছে। পাহাড়ের বিভিন্ন জায়গায় রাতভর বৃষ্টিও হয়েছে। আবহাওয়া যথেষ্ট ঠান্ডা দার্জিলিংয়ে।

স্থানীয়দের দাবি, অন্যান্য বছরের এই সময়ের তুলনায় এ বছর যথেষ্ট পরিমানে শীত অনুভব হচ্ছে৷ 

আগামী দুই থেকে তিনদিন ঠিক এমনই পরিবেশ থাকবে গোটা পাহাড় জুড়ে। সিকিম আবহাওয়া দফতরের ডিরেক্টর ডক্টর গোপীনাথ রাহা জানান ,"আগামী তিনদিন সান্দাকফু-সহ দার্জিলিংয়ে ঠিক এমনই আবহাওয়া থাকবে৷ আরও তুষারপাত হবে সান্দাকফুতে।

অন্যদিকে গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত রয়েছে৷ বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বজ্র-বিদ্যুৎয়ের প্রবল সম্বাবনা৷ তবে এখনই কোনও সতর্কতা জারি হয়নি ৷ আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য তাপমাত্রাও যথেষ্ট ওঠানাম করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link