ধসে রাস্তা ভেঙে খাদে গাড়ি! `মৃত্যুর মুখ থেকে ফিরলাম`, বলছেন উত্তরপাড়ার সঞ্জিত

Thu, 21 Oct 2021-4:57 pm,

নিজস্ব প্রতিবেদন : পুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু সেই আনন্দ-ই বদলে গিয়েছে বিভীষিকায়। 

 

সাক্ষাৎ মৃত্যুকে যেন কাছ থেকে দেখেছেন! ভয়াবহ সেই অভিজ্ঞতার ছাপ চোখেমুখে স্পষ্ট। 

পুজোর ছুটিতে বেড়াতে গিয়ে কোনওক্রমে পাহাড় থেকে প্রাণে বেঁচে ফিরছেন ৭ শিশু সহ ২২ জনের উত্তরপাড়ার একটি পর্যটক দল। 

উত্তরবঙ্গের ডুয়ার্স হয়ে লাভা থেকে রিশপ যাওয়ার পথে ধসে আটকে পড়েছিল উত্তরপাড়ার পর্যটক দলটি। শেষমেশ প্রশাসনের সাহায্যে উদ্ধার পেলেন তাঁরা। 

গত ১৫ তারিখ উত্তরপাড়া থেকে বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে ডুয়ার্সে ঘুরতে গিয়েছিলেন উত্তরপাড়ার পুরসভার কর্মী সঞ্জিত দাস। ডুয়ার্স, লাভা হয়ে রিশপ যাওয়ার পথে তাঁরা প্রকৃতিক বিপর্যয়ের মুখে পড়েন। 

তাঁদের সামনেই একের পর এক রাস্তায় ধস নামে। ধস নামতেই পাহাড়ি রাস্তা ভেঙে চুরমার হয়ে যায়। আটকে পড়ে গাড়ি। 

কোনওরকমে গাড়ি চালক ফোন করে গাড়ি মালিককে খবর দেন।  কিন্তু এরপর মোবাইল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। 

এই পরিস্থিতিতে রিশপের আগে নমাল মোড়ের কাছে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে থাকার একটা ব্যবস্থা হয়। শেষে অনেক চেষ্টার পর উত্তরপাড়ায় পর্যটকদের পরিবার খবর পায়। 

এরপরই উত্তরপাড়া পুরসভার পুর প্রশাসক দিলীপ যাদবের উদ্যোগে কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে হুগলি জেলা প্রশাসন। শুরু হয় উদ্ধারপ্রক্রিয়া। 

অবশেষে তাঁরা লাটাগুড়িতে একটি হোটেলে ফিরেছেন। এবার বাড়ি ফেরার অপেক্ষা। 

সঞ্জিত দাসের কথায়,'সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম।'

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link