ডেটিং অ্যাপ Bumble-এ তথ্য ফাঁসের আশঙ্কা, ইউজারদের লোকেশন প্রকাশ

Sun, 29 Aug 2021-1:37 pm,

আপনার লোকেশন সকলের সামনে ফাঁস করতে পারে জনপ্রিয় ডেটিং অ্যাপ Bumble।  একজন সিকিউরিটি গবেষক বাম্বেলের দুর্বল ফিচার খুঁজে বের করে। ফলে এই অ্যাপের অপব্যবহার করে প্রাথমিকভাবে ব্যবহারকারীর লোকেশন ট্র্যাক করতে সক্ষম অনেকেই। 

অন্যান্য ডেটিং অ্যাপের তুলনায় এটি জনপ্রিয় তার কারণ মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয় এখানে। সে কারণেই অন্য যেকোনও অ্যাপের থেকে এটিকেই নিরাপদ মনে করেন মহিলারা। কারণ তাদের অনুমতি ছাড়া কোনও পুরুষ তাদের মেসেজ করতে পারে না। 

তবে সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী মহিলা ব্যবহারকারীদের অনেক ক্ষতি করতে পারে।গবেষক রবার্ট হিটন, যিনি স্ট্রাইপ -এ কাজ করেন। করেন। তিনিই বাম্বেলের এই বাগ আবিস্কার করেন যা অসৎ উপায়ের ইউজাররা তৃতীয় কোনও মাধ্যমের সাহায্য নিয়ে অন্যান্য ব্যবহারকারীদের সঠিক অবস্থান পেতে পারে। বহু পরীক্ষা -নিরীক্ষা করার পর, তিনি তার  ব্লগ এই সংক্রান্ত রিপোর্ট লেখেন এবং তাকে $ 2,000 এর  পুরস্কারও প্রদান করা হয়।

আপনি যদি একজন বাম্বেলের ইউজার হন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে না। কারণ Heaton-এর রিপোর্টের পর সতর্ক হয়ে গিয়েছে বাম্বেল কর্তৃপক্ষ। তাকে দুহাজার ডলারের পুরস্কারও দেওয়া হয়। অবশেষে ১৫ জুন,২০২১ এ বাম্বলকে জানানোর পর ১৮ জুন, ২০২১ এ সমস্যার সমাধান করা হয়েছে।

প্রসঙ্গত, Bumble, Hinge, Tinder, OkCupid সহ অন্যান্য ডেটিং অ্যাপগুলি তাদের প্রোফাইলে টিকা সংক্রান্ত সাবধানতাও অবলম্বন করছে।  Bumble ব্যবহারকারীদের ভার্চুয়াল ডেট হোস্ট করার অনুমতি দেয়। 

তাই অ্যাপ আনইনস্টল না করে, সরাসরি অ্যাপ থেকে আপনার ম্যাচের সঙ্গে ভিডিও চ্যাট করতে পারেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link