Bappi Lahiri Funeral: শেষযাত্রায় `বাপ্পি দা`র চোখে `সিগনেচার` রোদচশমা, বাঁধভাঙা কান্নায় বাবাকে চিরবিদায় রেমা-বাপ্পার
নিজস্ব প্রতিবেদন : বিদায় 'বাপ্পি দা'। অলবিদা 'ডিস্কো কিং'কে। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের ভিলে পার্লের পবনহংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল সুরের রাজা বাপ্পি লাহিড়ির।
বাঁধ ভাঙা কান্নায় বাবাকে চিরবিদায় জানালেন রেমা-বাপ্পা। বাবার অন্ত্যেষ্টি করতেই আমেরিকা থেকে পরিবার নিয়ে ফেরেন বাপ্পা লাহিড়ি।
মঙ্গলবার মধ্যরাতে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে আক্রান্ত হয়ে ৬৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন বাপ্পি লাহিড়ি। সুররাজার প্রয়াণে শোকস্তব্ধ সারা ভারত।
এদিন ফুলে ফুলে ঢাকা ট্রাকে করে বাড়ি থেকে পবন হংস শ্মশানে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় বাপ্পি লাহিড়ির নশ্বর দেহকে।
শেষযাত্রাতেও 'বাপ্পি দা'র চোখে ছিল 'সিগনেচার' রোদ চশমা। যে রোদ চশমা ছিল তাঁর সর্বক্ষণের সঙ্গী।
এদিন বাপ্পি লাহিড়ির শেষযাত্রায় মেয়ে রেমাকে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি কেউ-ই। বুক ফাটা কান্নায় বাবাকে চিরবিদায় জানান মেয়ে রেমা।
বাপ্পি লাহিড়ির শেষকৃত্যে উপস্থিত ছিল তাঁর নাতিও। কাঁদতে কাঁদতে বলে, "দাদু নেই ভাবতেই পারছি না।"
বাপ্পি লাহিড়ির শেষযাত্রায় ছেলে, পুত্রবধূ, মেয়ে, জামাই, নাতি সহ অংশ নেন পরিবারের সকলেই। পা মেলান অগনিত ভক্তও। (ছবি সৌজন্যে ভাইরাল ভায়ানি)