IPL 2019: ধাক্কা খেল ধোনির চেন্নাই! ছিটকে গেলেন ডেভিড উইলি
আইপিএল শুরু হতেই আবার ধাক্কা খেল ধোনির সিএসকে।
আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংরেজ অলরাউন্ডার ডেভিড উইলি।
২০১৮ সালে কেদার যাদবের পরিবর্ত হিসেবে ইংল্যান্ডের ডেভিড উইলিকে দলে নেয় সিএসকে। এবছর তাঁকে দলেও রেখে দেয় চেন্নাই টিম ম্যানেজমেন্ট।
কিন্তু পারিবারিক কারণে এবার আইপিএল খেলবেন না উইলি। তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম নেবে, তাই সদ্যোজাতের পাশে থাকার জন্য এই সিদ্ধান্ত।
এবার আইপিএল শুরুর আগেই চোটের জন্য ছিটকে যান দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি।
ফলে আট নয় আপাতত ছয় বিদেশি নিয়েই এবারের আইপিএলে খেলছে ধোনির দল।