বিপন্ন বন্যপ্রাণ, প্যাঙ্গোলিন পাচার করতে গিয়ে গ্রেফতার ৫ পাচারকারী
সবজি ভরা ব্যাগের আড়ালে সিকিম থেকে ভূটানে চরা দামে প্যাঙ্গোলিন এর মাংস বিক্রি করতে গিয়ে টাস্কফোর্সের হাতে গ্রেফতার এর ইঞ্জিনিয়ার-সহ ৫ পাচারকারী। এরা সবাই সিকিমের নাগরিক।
টাস্কফোর্স এর প্রধান সঞ্জয় দত্ত জানান, আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে সিকিম থেকে ডুয়ার্স হয়ে ভূটানে প্যাঙ্গোলিন পাচার করা হবে। সেই মতোই আমরা টিম টাস্কফোর্স আজ ভোরে সিকিম অভিমুখে রওনা দিলে পথে সিকিম নং এর নির্দিষ্ট ঐ গাড়িটিকে আমরা কালিঝোড়ার কাছে ধরি।
তিনি আরও জানান গাড়ি সার্চ করতেই সবজি বোঝাই ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতর থেকে ৭ কিলো ওজনের মৃত রক্তাক্ত প্যাঙ্গোলিনের দেহ উদ্ধার করা হয়েছে।
জেরায় জানা গিয়েছে, ধৃতরা ৭০,০০০ টাকা কিলো দড়ে এই মাংস ভুটানে বিক্রি করত। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।
ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে প্যাঙ্গোলিনের দেহটি।