মারণ শৈত্যপ্রবাহ! একইদিনে ২৫ জনের মৃত্যু এই শহরে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবল ঠান্ডায় জবুথবু। হাড় কাঁপানো ঠান্ডায় কার্যত স্তব্ধ জনজীবন। চলছে শৈত্যপ্রবাহ। আর সেই শৈত্যপ্রবাহেই ২৫ জনের মৃত্যু।
একইদিনে শৈত্যপ্রবাহের জেরে প্রবল ঠান্ডায় ২৫ জনের মৃত্যু হয়েছে কানপুর শহরে। প্রবল ঠান্ডায় হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের জেরেই তাদের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
চিকিৎসকরা বলছেন, ঠান্ডায় হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি পাওয়া ও রক্ত জমাট বেঁধে যাওয়া-ই হার্ট ও ব্রেন অ্যাটাকের কারণ।
উত্তর ভারতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি খুবই সঙ্গীন। বরফাবৃত হিমালয় থেকে আগত হিমশীতল বাতাস কাঁপুনি ধরাচ্ছে তীব্রভাবে।
ঠান্ডার প্রবল কামড় বসাচ্ছে। জানা যাচ্ছে, ২৫ জনের মধ্যে ১৭ জনের ক্ষেত্রে প্রাথমিক শুশ্রূষার কোনও সময়ই পাওয়া যায়নি।
চিকিৎসকরা এহেন পরিস্থিতিতে সবাইকে যতটা সম্ভব ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। আর বাইরে বেরতে হলে প্রয়োজনীয় গরম জামাকাপড় পরে তারপরই...
রাজধানীতে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রি সেলসিয়াসে। বিগত ২ বছরের মধ্যে যা সর্বনিম্ন। ফলে অনেকেরই হার্ট ও সিওপিডি-র সমস্যা দেখা দিচ্ছে।