Death Threat to PM Modi: ভয়ংকর! মোদীকে খুনের হুমকির হোয়াটসঅ্যাপ বার্তা পেল পুলিস! সন্দেহের তির পাকিস্তানের দিকে...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি। কে দিল হুমকি? কারা রিসিভ করল সেই হুমকি?
মুম্বই পুলিসের কাছে এই হুমকিবার্তা এসেছে। শনিবার মুম্বইয়ের ট্রাফিক পুলিসের হেল্পলাইন হোয়াটসঅ্যাপ বার্তায় এই হুমকি আসে। ওই বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ স্পষ্ট দেখা গিয়েছে।
জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের ভাষণ প্রকাশ্যে আসার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যার হুমকি রয়েছে তাতে। মোদীকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণের কথা বলা হয়েছে এবং দুই আইএসআই এজেন্টের কথাও রয়েছে তাতে।
যে নম্বর থেকে এই থ্রেট-মেসেজটি এসেছে সেটি রাজস্থানের অজমেঢ়ের। প্রসঙ্গত, কয়েকদিন ধরে অজমেঢ়ের খাজা মইনুদ্দিন চিস্তির মুঘল আমলের ঐতিহ্যবাহী দরগা আগে শিবমন্দির ছিল বলে বিতর্ক ছড়িয়েছিল। বিষয়টি আদালতেও গিয়েছে।
বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার হামলা ও নির্যাতনের আবহে এই হুমকিবার্তাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দেশের গোয়েন্দারা।