পাকিস্তানে ভূমিকম্পে প্রবল ক্ষয়ক্ষতি, মৃত বেড়ে ২৫, শোকজ্ঞাপন মোদীর
মঙ্গলবার বিকেল ৪টে ৩৫ মিনিট নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান ও উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। পাকিস্তানের ইসলামাবাদ, খাইবার পাথতুন অঞ্চলে এদিন ভয়ানক ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের কেন্দ্রস্থল পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাছাকাছি একটি অঞ্চল। ভূমিকম্পে ভারতে সেভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও পাকিস্তান বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত প্রায় ২৫ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত ৭০০-এরও বেশি।
রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৬.১। তীব্র কম্পনের ফলে পাকিস্তানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। কম্পনের তীব্রতায় হুড়মুড়িয়ে ধসে পড়ে অসংখ্য ঘর-বাড়ি। কোথাও রাস্তা দুই ভাগে ভাগ হয়ে পড়ে যায় চলন্ত গাড়ি ও পথচলতি মানুষ।
ভূমিকম্পের ফলে পাকিস্তানের ঝেলুম ও মীরপুর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতি হয়েছে পাক অধিকৃত কাশ্মীরেও।
মঙ্গলবার ভূমিকম্পের পর থেকেই যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকার্যে নেমেছে পাক প্রশাসন। আহতদের উদ্ধার করে চিকিত্সার ব্যবস্থা করা হচ্ছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানের ভূমিকম্প নিয়ে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রধানমন্ত্রীর দফতরের টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়, স্বজনহারা পরিবারদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।