Two Deep Depressions: ভাসছে গুজরাট, আরব সাগরে উত্তাল ঝড়! বাংলার জন্য কোন বড় বিপদ অপেক্ষা করছে?

Soumitra Sen Thu, 29 Aug 2024-1:16 pm,

এ তো গেল বাংলার কথা। কিন্তু দেশের দিকে দিকে ঝড়ের সঙ্গেই যেন সহ-বাস। ঝড়ের যেন শেষ নেই। এবার এক ভয়াবহ নিম্নচাপ।

তৈরি হয়েছে ভারতের পশ্চিমে। আর তার জেরে ইতিমধ্যেই গুজরাটে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বর্ষা-বাদলের নাচন-কোদন। 

গুজরাটে ইতিমধ্যেই ২৮ জনের মৃত্যু হয়। প্রায় ১৮ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে দেওয়া গিয়েছে। বন্যাদুর্গত ১২ হাজার মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

পশ্চিমে এটিকে এক 'রেয়ার ল্যান্ড-বেসড ডিপ ডিপ্রেশন' বলে চিহ্নিত করা হচ্ছে। এটি আরব সাগর থেকে ক্রমশ ওমানের দিকে চলেছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, এটি ক্রমশ উপকূল থেকে সরছে।

আজ, বৃহস্পতিবার ২৯ অগাস্ট উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে এক নিম্নচাপ। নিম্নচাপটি তৈরি হবে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায়। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। শনিবারের মধ্যে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে। 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর থাকা সুস্পষ্ট এই নিম্নচাপ এই মুহূর্তে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ-সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমি অক্ষরেখা সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় অতি গভীর নিম্নচাপ অঞ্চল থেকে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link