Deepak Chahar Marries Jaya Bhardwaj: কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন দীপক চাহার
নিজস্ব প্রতিবেদন: টিম ইন্ডিয়া (Team India) ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) পেসার দীপক চাহার (Deepak Chahar) সাতপাকে বাঁধা পড়লেন। গত বুধবার দীর্ঘদিনের গার্লফ্রেন্ড জয়া ভরদ্বাজকে বিয়ে করলেন দীপক। আগ্রায় একেবারে গ্র্যান্ড সেরেমনিতেই কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন দীপক। সোশ্যাল মিডিয়ায় দীপক-জয়ার ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
মনের মানুষকে বিয়ে করার অনুভূতিই আলাদা। এই খুশিতেই নেচে উঠলেন দীপক।
দীপক-জয়াকে ঘিরেই আগ্রায় এত আয়োজন
আইপিএল চলাকালীন স্টেডিয়ামেই দীপক প্রপোজ করেছিলেন জয়াকে।
মেহন্দি অনুষ্ঠানে দীপকের অভিব্যক্তি ফুটে উঠেছে রাহুলের ইনস্টাগ্রাম স্টোরিতে
ছাতনাতলায় নবদম্পতি দীপক-জয়া।
দীপক-জয়ার সঙ্গে তাঁর তুতো ভাই রাহুল চাহার ও তাঁর স্ত্রী ঈশানি জোহর