প্রথম বিবাহ-বার্ষিকী কীভাবে কাটাবেন রণবীর-দীপিকা?
১৪ নভেম্বর অর্থাৎ আগামী কাল বিয়ের এক বছর সম্পূর্ণ করে ফেললেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।
প্রথম বিবাহ-বার্ষিকী কীভাবে সেলিব্রেট করবেন এই জনপ্রিয় দম্পতি? এনিয়ে ভক্তদের আগ্রহের সীমা নেই।
বিবাহ-বার্ষিকী সেলিব্রেট করার জন্য ১৩ নভেম্বর মুম্বই ছাড়েন রণবীর-দীপিকা। ১৪ নভেম্বর তিরুপতি বালাজি মন্দিরে যাবেন তাঁরা।
১৪ নভেম্বর তিরুপতি বালাজি মন্দিরে যাবেন তাঁরা।
তিরুপতি বালাজি মন্দির থেকে রণবীর দীপিকা ওইদিনই যাবেন অন্ধ্রপ্রদেশের পদ্মাবতী মন্দিরে।
১৫ নভেম্বর রণবীর দীপিকা যাবেন অমৃতসরের স্বর্ণ মন্দিরে। সেখানে তাঁদের সঙ্গে যাবে পরিবারের অন্যান্য সদস্যরাও।
১৫ রাতে কিংবা ১৬ তারিখ রণবীর দীপিকা মুম্বই ফিরবেন বলে জানা যাচ্ছে।
বুধবার রণবীর-দীপিকার সঙ্গে একই গাড়িতে মুম্বই বিমানবন্দরে পৌঁছোন রণবীরের বাবা জগজিৎ সিং ভবনানী।
গত বছর ১৪ নভেম্বর ইতালিতে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েন রণবীর দীপিকা।
কঙ্কনি ও সিন্ধি রীতিতে বিয়ে সারেন রণবীর-দীপিকা।