দেশজুড়ে লকডাউন, রণবীরের জন্য জমিয়ে রাঁধছেন দীপিকা
ছকরোনার জেরে গোটা দেশে লকডাউন। তবে হোম কোয়ারেন্টাইনে মন্দ কাটছে না রণবীর-দীপিকার। প্রায় নিত্যদিনই স্বামী রণবীরকে বিভিন্ন কিছু রেঁধে খাওয়াচ্ছেন দিপ্পি। (ছবি-ইনস্টাগ্রাম)
শুধু রান্নাই নয় বাড়ির সব কাজই সুগৃহিনীর মতো জমিয়ে করছেন দীপিকা। (ছবি-ইনস্টাগ্রাম)
রণবীরের জন্য নানান রকম পদ রান্না করছেন দীপিকা। পোস্টও করছেন সেইসব ছবি। (ছবি-ইনস্টাগ্রাম)
দীপিকার পোস্ট করে এই তালিকায় রয়েছে অসংখ্যা খাবারের নাম। বেশ বোঝা যাচ্ছে, গৃহবন্দি অবস্থায় নানান রকম খাবার বানানোর পরিকল্পনা করেছেন দিপ্পি।
রণবীরের জন্য এই বিশেষ ধরনের মিষ্টি বানিয়েছিলেন দীপিকা। (ছবি-ইনস্টাগ্রাম)
রণবীর, দীপিকার সঙ্গে এই মজাদার কার্টুনের ছবি পোস্ট করে লিখেছেন, 'Dil ka raasta pet se hoke jaata hai'। অর্থৎ হোম কোয়ারেন্টাইনে দীপিকা রান্না খেয়ে খেয়ে তাঁর ভুড়ি যে বেড়ে যেতে পারে, সেই অশঙ্কাই করছেন অভিনেতা। (ছবি-ইনস্টাগ্রাম)