Deepika Padukone-Shah Rukh Khan: `স্তন প্রতিস্থাপন করা উচিত`, দীপিকার জীবনে পাওয়া সবচেয়ে বাজে উপদেশ, কী পরামর্শ ছিল শাহরুখ
![বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের মিশেল Deepika, a star](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/02/28/366333-2747787876946124250475762947495724262902469n.jpg?im=FitAndFill=(500,286))
নিজস্ব প্রতিবেদন: বলিউডে বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের সেরা মিশেল দীপিকা পাড়ুকোন। একদিকে তাঁর অভিনয় অন্যদিকে তাঁর সৌন্দর্য দুইয়ের মেলবন্ধনে বলিউডে পাকা জায়গা করে নিতে বেশি সসময় লাগেনি দীপিকার। সৌজন্য: দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম
![শাহরুখের সঙ্গে With ShahRukh](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/02/28/366332-srkdeepika.jpg?im=FitAndFill=(500,286))
২০০৭ সালে ওম শান্তি ওম ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেছিলেন নায়িকা। তাঁর সঙ্গে শাহরুখের কেমিস্ট্রি মন কেড়েছিল দর্শকের। এই জুটিকে পরবর্তী সময়েও পছন্দ করেছে দর্শক। সৌজন্য: দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম
![জীবনের বাজে অভিজ্ঞতা Advices in life](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/02/28/366331-2743309332566050033024786037911948306477464n.jpg?im=FitAndFill=(500,286))
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন যে, জীবনে নানা রকমের পরামর্শ পেয়েছেন তিনি। তারমধ্যে কিছু যেমন ছিল জীবন বদলে দেওয়ার মতো পরামর্শ, সেরকমই ছিল খারাপ অভিজ্ঞতা। সৌজন্য: দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম
'মাত্র ১৮ বছর বয়সে একজন আমাকে স্তন প্রতিস্থাপন করার পরামর্শ দেন', এই পরামর্শে অবাক হয়েছিলেন দীপিকা। সৌজন্য: দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম
দীপিকা জানান, তাঁকে জীবনের সেরা পরামর্শ দিয়েছিলেন শাহরুখ খান। যা আজীবনের মতো তাঁর কাছে সম্পদ। সৌজন্য: দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম
শাহরুখ তাঁকে বলেছিলেন,'জীবনে তাঁদের সঙ্গেই কাজ করবে যাঁদের সঙ্গে তোমার মনে হবে যে তুমি ভালো সময় কাটাতে পারো।' সৌজন্য: দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম
'যখন তুমি একটা সিনেমা বানাচ্ছ , তখন শুধু তুমি কাজ করছ না, তুমি তাঁদের সঙ্গে জীবন কাটাচ্ছ, স্মৃতি তৈরি করছ এবং অভিজ্ঞতা সঞ্চয় করছ।' শাহরুখের এই উপদেশ খুবই উপকারী বলে মনে করেন নায়িকা। সৌজন্য: দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম