Deepika Padukone-Shah Rukh Khan: `স্তন প্রতিস্থাপন করা উচিত`, দীপিকার জীবনে পাওয়া সবচেয়ে বাজে উপদেশ, কী পরামর্শ ছিল শাহরুখ

Mon, 28 Feb 2022-12:45 pm,
Deepika, a star

নিজস্ব প্রতিবেদন: বলিউডে বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের সেরা মিশেল দীপিকা পাড়ুকোন। একদিকে তাঁর অভিনয় অন্যদিকে তাঁর সৌন্দর্য দুইয়ের মেলবন্ধনে বলিউডে পাকা জায়গা করে নিতে বেশি সসময় লাগেনি দীপিকার। সৌজন্য: দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম

 

With ShahRukh

২০০৭ সালে ওম শান্তি ওম ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেছিলেন নায়িকা। তাঁর সঙ্গে শাহরুখের কেমিস্ট্রি মন কেড়েছিল দর্শকের। এই জুটিকে পরবর্তী সময়েও পছন্দ করেছে দর্শক। সৌজন্য: দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম

 

Advices in life

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন যে, জীবনে নানা রকমের পরামর্শ পেয়েছেন তিনি। তারমধ্যে কিছু যেমন ছিল জীবন বদলে দেওয়ার মতো পরামর্শ, সেরকমই ছিল খারাপ অভিজ্ঞতা। সৌজন্য: দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম

 

'মাত্র ১৮ বছর বয়সে একজন আমাকে স্তন প্রতিস্থাপন করার পরামর্শ দেন', এই পরামর্শে অবাক হয়েছিলেন দীপিকা। সৌজন্য: দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম

 

দীপিকা জানান, তাঁকে জীবনের সেরা পরামর্শ দিয়েছিলেন শাহরুখ খান। যা আজীবনের মতো তাঁর কাছে সম্পদ। সৌজন্য: দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম

 

শাহরুখ তাঁকে বলেছিলেন,'জীবনে তাঁদের সঙ্গেই কাজ করবে যাঁদের সঙ্গে তোমার মনে হবে যে তুমি ভালো সময় কাটাতে পারো।' সৌজন্য: দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম

 

'যখন তুমি একটা সিনেমা বানাচ্ছ , তখন শুধু তুমি কাজ করছ না, তুমি তাঁদের সঙ্গে জীবন কাটাচ্ছ, স্মৃতি তৈরি করছ এবং অভিজ্ঞতা সঞ্চয় করছ।' শাহরুখের এই উপদেশ খুবই উপকারী বলে মনে করেন নায়িকা। সৌজন্য: দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link