Deepika in Cannes: কান চলচ্চিত্র উৎসবের শেষদিন, ভারতীয় সাজে মুগ্ধতা ছড়ালেন দীপিকা

Sun, 29 May 2022-2:27 pm,

নিজস্ব প্রতিবেদন: কান চলচ্চিত্র উৎসবে এবছরের অন্যতম সেরা সাজে ধরা দিলেন দীপিকা পাড়ুকোন। 

 

উৎসবের শেষদিনে ভারতীয় সাজে দীপিকা ছিলেন নজরকাড়া। 

 

এবছর কান ফিল্ম ফেস্টিভালে তিনি ছিলেন বিচারকের আসনে। 

 

এদিন সেরাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। মঞ্চে উঠেই হাত জোর করে উপস্থিত সকলকে নমস্কার জানান দীপিকা। 

 

উৎসবের শেষদিন সাদা রঙের ফিউশন শাড়ি বেছে নিয়েছিলেন দীপিকা। সাদা শাড়ির সঙ্গে পার্লের জুয়েলারী বেছে নিয়েছিলেন অভিনেত্রী। 

 

স্টাইলে, ফ্যাশনে, সাবেকিয়ানায় কান চলচ্চিত্র উৎসবের শেষদিনে লাইম লাইটে ছিলেন দীপিকা পাড়ুকোন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link