Deepika Padukone at Oscars 2023: ব্রাজিলিয়ান মডেলের সঙ্গে সাদৃশ্য! অস্কারের মঞ্চে দীপিকাকে চিনতে ভুল...

Mon, 13 Mar 2023-2:47 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৯৫ তম অস্কারের মঞ্চে যেমন নজর কেড়েছে টিম আরআরআর, দ্য এলিফ্যান্ট হুইসপারার্সের পাশাপাশি দীপিকা পাড়ুকোন।

 

কালো রঙের ওয়েস্টার্ন ট্র্যাডিশনাল গাউনে নজর কাড়েন দীপিকা।

 

কালো ভেলভেটের গাউনের সঙ্গে পরেছিলেন হিরের গয়না।

 

আরআরআর ছবি নাটু নাটু গানটি উপস্থাপনা করতেই অস্কারের মঞ্চে ওঠেন তিনি।

 

যেভাবে তিনি নাটু নাটুকে প্রেজেন্ট করে, তা দেখে গর্বিত বলিউড সহ গোটা ভারত।

 

কিন্তু সেই অস্কারের মঞ্চেই বিপত্তি। দীপিকাকে চিনতে ভুল করে এক বিখ্যাত ও জনপ্রিয় ম্যাগাজিন।

 

অস্কারের মঞ্চে দীপিকার ছবি পোস্ট করে দীপিকার নামের জায়গায় লেখেন ব্রাজিলিয়ান মডেল ক্যামিলা আলভসের নাম।

 

এই ভুল দেখেই চটেছেন নেটিজেনরা। তবে এই সব ভুল ত্রুটিকে পাত্তা না দিয়ে দীপিকা মজেছেন আফটার পার্টিতে।

 

অস্কারের আফটার পার্টিতে দীপিকা সেজেছেন একেবারে অন্যরকম। ট্র্যাডিশনাল থেকে একেবারে মর্ডান লুকে দেখা গেল অভিনেত্রীকে।

 

ম্যাজেন্টা রঙের ফারের পোশাক পরেছেন তিনি। সঙ্গে কম্বিনেশনে হাতে কালো চামড়ার গ্লাভস। তবে অস্কারের মতোই আফটার পার্টিতেও দীপিকার পছন্দ হিরের গয়না।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link