গলায় গেরুয়া উত্তরীয়,কপালে টিপ, সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো `দীপবীর`-এর
সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেওয়ার মুহূর্তে দীপিকা ও রণবীর।
দীপবীরের সঙ্গে পুজো দিলেন পাড়ুকোন ও ভবনানী পরিবারের সদস্যরা।
দীপিকার পরনে সব্যসাচীর ডিজাইনার সালোয়ার স্যুট, আর রণবীরের পরনে চোস্তা পাঞ্জাব, গায়ে সাদা জ্যাকেট। এভাবেই শুক্রবার মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে হাজির হয়েছিলেন দীপিকা-রণবীর।
বিয়ের মতোই পুজো দেওয়ার সময়ও দীপিকা রণবীরও সেই সব্যসাচীর ডিজাইন করা পোশাকই বেছে নেন। বলাই বাহুল্য দীপিকা সব্যসাচীর ডিজাইনার পোশাকেই 'ডাই হার্ট ফ্যান'।
তবে শুধুই দীপবীর নয়, এদিন তাঁদের সঙ্গে মন্দিরে হাজির ছিল পাড়ুকোন ও ভবনানী পরিবার। (ছবিতে মেয়ে আনিশা পাড়ুকোনের সঙ্গে প্রকাশ পাড়ুকোন।)
সিদ্ধিবিনায়ক মন্দিরে দীপবীরের পুজো দেওয়ার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পুজো দিতে হাজির হয়েছিলেন রণবীরের বোন ঋতিকা ভবনানীও।
একসঙ্গে ছবি তুললেন প্রকাশ পাড়ুকোনও এবং জগজিৎ সিং ভবনানী।
পুজো দিয়ে দীপবীর যখন বের হলেন তখন তাঁদের গায়ে গেরুয়া উত্তরীয়, কপালে সিঁদুরের টিপ।
মন্দিরে ঢোকার সময়ও দীপিকার হাত ছাড়লেন না রণবীর।
পাপারাৎজির ক্যামেরার সামনে পোজ দিলেন দীপবীর।
এদিন দীপবীরকে দেখতে উপচে পড়েছিল মানুষের ভিড়।
রণবীর ও তাঁর পরিবারের সঙ্গে এদিন বেশ হাসিখুশি দেখালো দীপিকাকে।
বিয়ের পর সিদ্ধিবিনায়কের কাছে আশীর্বাদ নিতেই পৌঁছেছিলেন দীপবীর।
খালি পায়েই মন্দিরে ঢুকতে দেখা গেল সকলকে।
১ ডিসেম্বর, শনিবার রয়েছে দীপবীরের মুম্বই রিসেপশন। যেখানে হাজির থাকবেন বি-টাউনের তারকারা।