গেটওয়ে অফ ইন্ডিয়া-র সামনে ক্যামেরাবন্দী অনন্যা, সিদ্ধান্ত, দীপিকারা
গেটওয়ে অফ ইন্ডিয়া-র সামনে ক্যামেরাবন্দী অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী, দীপিকা পাড়ুকোন। ঠিক কী কারণে সেখানে পৌঁছেছিলেন এই বলি তারকারা?
পরিচালক শকুন বাত্রার পরিচালনায় একটি ছবিতে দেখা যাবে এই তারকাদের। সেই ছবির শ্যুটিংয়েই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে দেখা গেল দীপিকা, অনন্যা, সিদ্ধান্তদের।
এর আগে গোয়াতে হয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এই ছবির কাজ। যে কারণে বেশকিছুদিন গোয়ায় ছিলেন দীপিকা।
এবার মুম্বই সংলগ্ন আলিবাগে হবে শকুন বাত্রার এই ছবির শ্যুটিং। আলিবাগের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে দেখা গেল তারকাদের।
রবিবার ভোরে আলিবাগের উদ্দেশ্যে রওনা হন দীপিকা, সিদ্ধান্ত ও অনন্যা।
শ্যুটিংয়ের আগে খোশমেজাজেই দেখা গেল দীপিকা, সিদ্ধান্ত ও অনন্যাদের।