Gehraiyaan: `গেহরাইয়াঁ`র যত গণ্ডগোল আলিবাগের রিসর্ট ঘিরে, এই হোটেলে রাত কাটানোর খরচ জানেন?
নিজস্ব প্রতিবেদন: ওটিটিতে ডেবিউ করেছেন দীপিকা পাড়ুকোন। সম্পর্ক, প্রেম থেকে বিয়ে, পরকীয়া জটিল মনস্ত্বত্তের গল্প বুনেছেন পরিচালক শকুন বাত্রা। ছবির নাম গেহরাইয়াঁ।
এই ছবির চার মুখ্য চরিত্রের জীবন জড়িয়ে পড়েছে সম্পর্কের জালে। ছবিতে এই চারজন একে অপরের সান্নিধ্যে আসে আলিবাগের এক রিসর্টে। চিত্রনাট্যে গল্প যেভাবে এগিয়েছে তার সঙ্গে সঙ্গে আলিবাগের এই রিসর্ট আক্ষরিক অর্থেই একটি চরিত্র হয়ে উঠেছে।
ছবিতে আলিবাগের যে রিসর্টকে ঘিরে গল্প আবর্তিত হয়েছে, তা আসলে একটি বুটিক হোটেল। এই হোটেলটি আলিবাগে নয়, এটি অবস্থিত গোয়ায়।
এই বুটিক হোটেলের নাম অহল্যা বাই দ্য সি। গোয়ার নেরুল এলাকায় অবস্থিত এই হোটেল।
বিখ্যাত আগুয়ারা ফোর্ট থেকে ১০ কি.মি.দূরত্বে অবস্থিত এই হোটেল। এয়ারপোর্ট থেকে এর দূরত্ব ৩৫ কি.মি.।
গেহরাইয়াঁর অন্যতম প্রযোজন অপূর্ব মেহেতা ব্যক্তিগত জীবনে প্রায়শই ছুটি কাটাতে যান এই বুটিক হোটেলে। তিনি শুটিংয়ের এই লোকেশন পছন্দ করেছেন। প্রথমে এই ছবি শুট করার কথা ছিল শ্রীলঙ্কায়। অতিমারির কারণেই গোয়ায় শুট করা হয়েছে।
গোয়ার সেই বিলাসবহুল রিসর্টে রয়েছে ৯টি ঘর, সমুদ্র সৈকতমুখী ৩টি ভিলা, একাধিক পুল, বাগান, স্পা। একেকটি ঘরের ভাড়া একেক রকম। যেখানে থাকতে গেলে প্রতি রাতে খরচ পড়বে ভারতীয় মুদ্রায় ২৫ হাজার থেকে ৩৩ হাজার টাকা।