Cannes 2022: ৭৫ তম কান ফিল্ম ফেস্টিভালে দীপিকা, প্রথমদিনের জ্যুরি ডিনারে নজর কাড়লেন বলি ডিভা
নিজস্ব প্রতিবেদন: বিশ্বের অন্যতম সম্মানীয় চলচ্চিত্র উৎসব হল কান ফিল্ম ফেস্টিভ্যাল। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবের প্রথমদিনেই নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন।
এবছর জ্যুরি হিসাবে কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছেন দীপিকা পাড়ুকোন।
সোমবার ছিল চলচ্চিত্র উৎসবের জ্যুরি ডিনার।
জ্যুরি ডিনারে মাল্টিকালার সিকোয়েন্স ড্রেসে নজর কাড়েন অভিনেত্রী।
চুল হালকা কার্লি রাখেন দীপিকা, সঙ্গে মুখে একেবারে অল্প মেকআপ।
দীপিকার ক্যাজুয়াল লুক ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।