FIFA World Cup Final 2022 | Deepika Padukone: প্লাস্টিক ব্যাগ পরেছ কেন? বিশ্বকাপের ট্রফি উন্মোচনের পোশাক নিয়ে ট্রোলড দীপিকা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: রবিবার কাতার ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচের আগে লুসেইল স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ ট্রফি উন্মোচন করেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। যদিও ভারত এখনও পর্যন্ত ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু ফিফার ইতিহাসে একজন ভারতীয় হিসাবে নাম লিখিয়েছেন দীপিকা। এই প্রথম কোনও অভিনেত্রীর হাতে উন্মোচিত হয় ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফি। কিন্তু বরাবরের ফ্যাশন আইকন দীপিকা তাঁর বিশ্বকাপের কপি উন্মোচনের স্টাইল স্টেটমেন্ট নিয়েই ট্রোলিংয়ের শিকার হলেন।
বিশ্বকাপের কপি উন্মোচনের অনুষ্ঠানে সাদা ফুল-স্লিভ শার্ট ও কালো রংঙের স্কার্টের উপর একটি বিশেষ ধরনের জ্যাকেট পরেছিলেন দীপিকা। সেই জ্যাকেটের কারণেই ট্রোলড হলেন দীপিরা। কেউ প্রশ্ন করলেন, প্লাস্টিক ব্যাগ পরেছ কেন? কেউ বললেন, গায়ে যেন স্লিং ব্যাগ ঝুলিয়েছে! কেউ আবার লিখেছেন, দীপিকা ব্যাগের মধ্যে কেন? কারও প্রশ্ন, এরকম ডাফেল ব্যাগের মত পোশাক কেন পরেছেন দীপিকা?
আসলে দীপিকা পরেছিলেন একটি লেদার জ্যাকেট। আর সেই লেদার জ্যাকেট পরেই ট্রোলড দীপিকা! কারণ, আর পাঁচটা লেদার জ্যাকেটের মত দীপিকার জ্য়াকেটটি দেখতে ছিল না। একদমই আলাদা অভিনব ধরনের ছিল।
খয়েরি রংয়ের লেদার জ্যাকেটের সামনের দিকে ছিল একাধিক চেইন। কোমরে চওড়া বেল্ট। সেইসঙ্গে দুদিকের কাঁধে দুরকম ডিজাইন। লুককে সম্পূর্ণ করতে দীপিকা এর সঙ্গে পরেছিলেন কালো রংয়ের বুট। হাতেও ছিল কালো রংয়ের নেলপালিশ।
সেইসঙ্গে টেনে বাঁধা চুলে খোঁপা, লাল লিপস্টিক, কাজল কালো চোখে দীপিকাকে দেখতেও লাগছিল অন্যরকম। কিন্তু এসবের পরেও কটাক্ষের শিকার হতে হল জ্যাকেটের জন্য। প্রসঙ্গত, দীপিকার এই জ্যাকেটটি লুই ভুইতোঁ ব্র্যান্ডের।
পৃথিবী বিখ্যাত একটি ফরাসি পোশাক ও চর্মজাত দ্রব্যের ব্র্যান্ড লুই ভুইতোঁ। এই লুই ভুইতোঁর ট্রফি ট্রাঙ্কেই রাখা ছিল ওয়ার্ল্ড কাপ ট্রফিটি। পাশাপশি, দীপিকা পাড়ুকোন এই লুই ভুইতোঁ ব্র্যান্ডেরই গ্লোবাল অ্যাম্বাসাডর। ফলে নেটিজেনদের তোপের মুখে এখন লুই ভুইতোঁ ব্র্যান্ডটি।