ছপক-এর সাফল্য কামনায় সিদ্ধিবিনায়ক মন্দিরে হাজির দীপিকা পাড়ুকোন
প্রায় প্রত্যেক সিনেমারই মুক্তির আগেই সিদ্ধিবিনায়ক মন্দিরে ছবির সাফল্য কামনায় পৌঁছে যান দীপিকা পাড়ুকোন।
'ছপক'-এর মুক্তির আগেও তার অন্যথা হল না। ছবির সাফল্য কামনায় মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন দীপিকা।
'ছপক' নিয়ে একের পর এক বাধার মুখে পড়তে হচ্ছে দীপিকা, পরিচালক মেঘনা গুলজার সহ ছবির নির্মাতাদের।
সম্প্রতি JNU-ইস্যুতে পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন দীপিকা। আর তারপরই কিছু লোকজন 'ছপক' বয়কটের ডাক দেয়।
অন্যদিকে 'ছপক' নিয়ে খোদ লক্ষ্মী আগরওয়াল ও তাঁর আইনজীবী অপর্ণা ভাটেরও ক্ষোভের মুখ পড়তে হয় নির্মাতাদের।
ইতিমধ্যেই ছবির টাইটেলে কৃতজ্ঞতা স্বীকার হিসাবে আইনজীবী অপর্ণা ভাটের নাম উল্লেখ করার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
একাধিক বাধার পর অবশেষে শুক্রবার ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে দীপিকার 'ছপক'। ছবি মুক্তির দিনই সিদ্ধিবিনায়ক মন্দিরে পৌঁছে গেলেন অভিনেত্রী।