সিয়াচেনে বিশ্বের সর্বোচ্চ সেনা ক্যাম্প পরিদর্শনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ
প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব নিয়ে প্রথম পরিদর্শনে গেলেন বিশ্বের সবচেয়ে উঁচু সেনা ক্যাম্প-এ।
সেখানে জওয়ানদের সঙ্গে আলোচনা করলেন নানা বিষয়ে। জম্মু ও কাশ্মীর হয়ে সিয়াচেন আসেন রাজনাথ সিং।
সিয়াচেনে শহিদ জওয়ানদের উদ্দেশে তৈরি স্মারকে মাল্যদান করেন প্রতিরক্ষামন্ত্রী। ১১০০ বেশি শহিদ জওয়ানের নাম খোদাই রয়েছে ওই স্মারকগুলিতে।
সিয়াচেনে সফরে থাকাকালীন বায়ুসেনার বিমান নিখোঁজ হওয়ার খবর আসে। ওই বিমানে ১৩ জন আরোহী রয়েছেন।
রাজনাথ টুইটে জানান, বায়ুসেনার ভাইস চিফ এয়ার মার্শাল রাকেশ সিং ভাদৌরিয়ার সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। যুদ্ধকালীন তত্পরতায় খোঁজ চলছে বলে জানান তিনি।
জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালাচ্ছে একটি সুখোই -৩০ ও সি-১৩০ স্পেশাল অপস যুদ্ধবিমান।
উল্লেখ্য, দ্বিতীয় মোদী সরকারে নির্মলা সীতারামনের পরিবর্তে প্রতিরক্ষার দায়িত্ব পান রাজনাথ। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন তিনি।