খুব ভালো অভিজ্ঞতা; সবার ভোট দেওয়া উচিত, বুথ থেকে বেরিয়ে বললেন প্রিয়ঙ্কাপুত্র রাইহান
ছোটখাটো ঘটনা ছাড়া একপ্রকার শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে দিল্লিতে। লালকৃষ্ণ আডবানি থেকে মুকুল রায়, ভোট দিয়ে এসেছেন সকালেই। এবারই প্রথম ভোট দিলেন, প্রিয়ঙ্কা গান্ধীর ছেলে রাইহান রাজীব বঢরা। ভোট দিলেন কেজরির ছেলেও। ভোট দিয়ে রাইহান বলেন, রোমাঞ্চকর অভিজ্ঞাতা। সবার ভোট দেওয়া উচিত।
শনিবার ভোট শুরু হওয়ার পরই গোলমাল বাধে দিল্লির মজনু কি টিলায়। সেখানে কংগ্রেস নেত্রী অলকা লাম্বা এক আপ সমর্থককে চড় মারতে তেড়ে যায়। এনিয়ে এক প্রস্থ ধস্তাধস্তি হয় দুদলের মধ্যে।
পরিবারকে নিয়ে ভোট দিয়ে এলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন।
বরের পেশাক পরে শাকরপুরের এক বুথে ভোট দিতে এলেন এক যুবক।
ছেলে, স্ত্রীকে নিয়ে ভোট দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
স্ত্রী কবিতা কেবিন্দকে নিয়ে ভোট দিয়ে গেলেন রাষ্ট্রপতি রামনাথ কেবিন্দ।
আমার ষষ্ঠ ইন্দিয় বলছে, দিল্লিতে সরকার গড়বে বিজেপি। বললেন, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মনোজ তিওয়ারি।
এদিকে, দুপুর দুপুর ২টো পর্যন্ত ভোট পড়ল ২৮.১৪ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে ওখলায়।