দিল্লিতে হিংসা রুখতে সরিয়ে দেওয়া হোক কপিল মিশ্রর মতো মানুষদের, ফুঁসলেন জাভেদ আখতার
দিল্লির হিংসার ঘটনায় ফুঁসে ওঠেন জাভেদ আখতার। নিজের সোশ্যাল হ্যান্ডেলে দিল্লিতে শান্তি ফেরানোর আর্জি জানান জাভেদ আখতার। পাশাপাশি তিনি দাবি করেন, দিল্লি থেকে সরিয়ে দেওয়া হোক কপিল মিশ্রর মতো মানুষদের। শিগিগির রাজধানীতে শান্তি ফিরিয়ে আনা হোক বলে দিল্লি পুলিসের কাছে আর্জিও জানান জাভেদ আখতার
পরিস্থিতি ভয়ঙ্কর। দিল্লির জন্য সবাই প্রার্থনা করুন বলে মন্তব্য করেন সোনম কাপুর
গত ২ মাস ধরে নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ চলছে। কিন্তু কোথাো কোনও ঝামেলা হয়নি। কিন্তু প্রো সিএএ গ্রুপ অত্যুতসাহি হওয়ার ফলেই এবার এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন গায়ক, সুরকার বিশাল দাদলানি
দিল্লির ঘটনায় নাগরিকত্ব আইন নিয়ে ফুঁসে ওঠেন অভিনেত্রী কৃতিকা কামরাও
নাগরিকত্ব আইন মুসলিম বিরোধী ছাড়া অন্য কিছু নয়। ট্য়ুইটে মন্তব্য করেন চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ