দেওয়ালিতে ধুলো ও বাজির ধোঁয়ায় নাভিশ্বাস দিল্লি-সহ উত্তরভারতের, দেখুন ছবিতে

Sekender Abu Zafar Mon, 28 Oct 2019-11:36 am,

দেওয়ালিতে দূষণে নাভিশ্বাস উঠল দিল্লির। ধুলো ও বাজির ধোঁয়ায় ঢাকল দিল্লি, নয়ডা, গাজিয়াবাদের আকাশ। দিল্লি ও নয়ডায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স গিয়ে দাঁড়ল ৩০৬ ও ৩৫৬-এ। অর্থাত্ দুষণের মাত্রা ছিল অত্যন্ত বেশি।

রাজধানীতে দূষণের মাত্রা এতটাই বেড়ে যায় যে লক্ষ্মীনগর-সহ অন্যান্য এলাকায় রাস্তার জল ছিটিয়ে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে প্রশাসন।

লোধি রোডে এদিন দূষণের মাত্রা ছিল অত্যাধিক। এখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩০৬। মথুরা রোডেও একই অবস্থা।

দূষণ ও ধোঁয়ার দাপটে দিনদুপুরে ঝাপসা হয়ে যায় গাজিয়াবাদে ২৪ নম্বর জাতীয় সড়কের আসপাশের এলাকা ও ইন্দিরাপুরম।

লখনউয়ের রাস্তাতে পড়ে থাকতে দেখা যায় বাজির খোল। ধোঁয়ার ভরে যায় শহর।

মুম্বইয়ে মেরিন ড্রাইভে দেদার ফাটল শব্দবাজি। মাত্রা ছাড়াল দূষণ।

বাজির দাপটে ধোঁয়ায় ভরে যায় মোরাদাবাদেরও বিশাল এলাকা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link