দেওয়ালিতে ধুলো ও বাজির ধোঁয়ায় নাভিশ্বাস দিল্লি-সহ উত্তরভারতের, দেখুন ছবিতে
দেওয়ালিতে দূষণে নাভিশ্বাস উঠল দিল্লির। ধুলো ও বাজির ধোঁয়ায় ঢাকল দিল্লি, নয়ডা, গাজিয়াবাদের আকাশ। দিল্লি ও নয়ডায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স গিয়ে দাঁড়ল ৩০৬ ও ৩৫৬-এ। অর্থাত্ দুষণের মাত্রা ছিল অত্যন্ত বেশি।
রাজধানীতে দূষণের মাত্রা এতটাই বেড়ে যায় যে লক্ষ্মীনগর-সহ অন্যান্য এলাকায় রাস্তার জল ছিটিয়ে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে প্রশাসন।
লোধি রোডে এদিন দূষণের মাত্রা ছিল অত্যাধিক। এখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩০৬। মথুরা রোডেও একই অবস্থা।
দূষণ ও ধোঁয়ার দাপটে দিনদুপুরে ঝাপসা হয়ে যায় গাজিয়াবাদে ২৪ নম্বর জাতীয় সড়কের আসপাশের এলাকা ও ইন্দিরাপুরম।
লখনউয়ের রাস্তাতে পড়ে থাকতে দেখা যায় বাজির খোল। ধোঁয়ার ভরে যায় শহর।
মুম্বইয়ে মেরিন ড্রাইভে দেদার ফাটল শব্দবাজি। মাত্রা ছাড়াল দূষণ।
বাজির দাপটে ধোঁয়ায় ভরে যায় মোরাদাবাদেরও বিশাল এলাকা।