ধেয়ে আসছে `ফণি`, যেকোনও সময় আঘাত হানবে কলকাতায়, জারি হল সতর্কতা
চোখ রাঙাচ্ছে ঘূর্ণিধড় ফণি। শুক্রবার দুপুরের মধ্যে যেকোনও সময় কলকাতার উপর দিয়ে বয়ে যেতে পারে ফণি।
এই মর্মে নোটিস জারি করেছে দিল্লি মৌসম ভবন। দিল্লি মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, কলকাতার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
নোটিসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ফণির প্রভাবে কলকাতায় প্রবল বেগে ঝড় বইতে পারে। ঝড়ের গতিবেগ হতে পারে ৯০ থেকে ১০০ কিলোমিটার।
ফণির প্রভাবে শুক্রবার ৩ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলীতে।
পূর্বাভাস বলছে বেশি বৃষ্টি হবে শনিবার ৪ তারিখ। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
ইতিমধ্যেই, অন্ধ্রপ্রদেশ,ওড়িশা, পশ্চিমবঙ্গ- ৩ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিকে সতর্ক করা হয়েছে।
উপকূলবর্তী এলাকা খালি করতে বলা হয়েছে। মত্স্যজীবীরা যাঁরা সমুদ্রে গিয়েছেন, তাঁদের অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে।