Delhi Cold Wave Orange Alert: হাড় কাঁপানো ১.৫ রাজধানীতে, চুরুতে তো ০! জারি কমলা সতর্কতা...

Sun, 08 Jan 2023-10:51 am,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছরের শীত যেমন খামখেয়ালি, তেমনই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে যেন! হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে রাজধানী...জবুথবু জনজীবন। 

আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, উত্তরাখণ্ড, হিমাচলের থেকেও বেশি ঠান্ডা রাজধানী দিল্লিতে। এই পরিস্থিতিতে জারি হয়েছে কমলা সতর্কতা। প্রবল শৈত্য়প্রবাহ চলছে। 

যার জেরে সেন্ট্রাল দিল্লির রিজ ওয়েদার স্টেশনে তাপমাত্রা নেমে গিয়েছে ১.৫ ডিগ্রিতে। ওদিকে লোধিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী দিল্লির গড় সর্বনিম্ন তাপমাত্রা ২.২ ডিগ্রি।

ওদিকে রাজস্থানের সিকরে পারদ নেমেছে ১ ডিগ্রিতে। পিলানিতে ০.৬ ডিগ্রিতে। আর চুরুতে তো ০ ডিগ্রি! প্রবল ঠান্ডা ও কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, দিল্লি সহ গোটা উত্তরভারতেই প্রবল ঠান্ডা এখন চলবে। কারণ জারি থাকবে হিমালয় থেকে আসা হিমশীতল বাতাসের শৈত্যপ্রবাহ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link