World`s Polluted Cities: বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি, কলকাতা কত নম্বরে জানলে আঁতকে উঠবেন!

Thu, 18 Aug 2022-12:14 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি। আর তার ঠিক পরই রয়েছে কলকাতা। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে কলকাতা। তালিকায় আছে মুম্বইও। মুম্বই রয়েছে বিশ্বের দূষিত শহর তালিকায় ১৪ নম্বরে।

দিল্লি, কলকাতা, মুম্বই- এই তিন শহর ছাড়া প্রথম কুড়ির তালিকায় আর কোনও শহর নেই। বিশ্বের মোট ৭০০০ শহরকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়। বাতাসে ভাসমান ধূলিকনা PM ২.৫-এর ঘনত্বের মাপকাঠির নিক্তিতেই শহরগুলির দূষণমাত্রা মাপা হয়। 

তাতেই দেখা যায় যে দক্ষিণ-পূর্ব এশিয়া, সাহারা আফ্রিকা ও লাতিন আমেরিকার শহরগুলিতে দূষণের মাত্রা তুলনামূলক বেশি। দিল্লিতে দূষণমাত্রা ১১০। কলকাতায় ৮৪। 

এরপর পড়শি বাংলাদেশের ঢাকার দূষণমাত্রা ৭১.৪। ঢাকা আছে পঞ্চম স্থানে। অন্যদিকে পাকিস্তানের করাচির দূষণমাত্রা ৬৩.৬। করাচিও রয়েছে প্রথম দশের মধ্যেই। 

তবে PM ২.৫-এর মাত্রা দিল্লি-কলকাতায় বেশি হলেও, ভারতের কোনও শহরের বাতাসেই ক্ষতিকর নাইট্রাস অক্সাইডের মাত্রা বিপজ্জনক নয়। এদিক দিয়ে শীর্ষে রয়েছে চিনের সাংহাই শহর। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link