মডেল হওয়ার চেষ্টা করেও ব্যর্থ, জানুন দিল্লি হিংসায় পিস্তলধারী শাহরুখ সম্পর্কে বিস্তারিত
উত্তরপ্রদেশের শামলি থেকে গ্রেফতার করা হল দিল্লি হিংসায় তাণ্ডবকারাী পিস্তলধারী যুবক শাহরুখ পাঠানকে। পুলিসের দিকে পিস্তল তাক করা সেই ছবির সঙ্গে এখন পরিচিত দেশবাসী। ২৪ ফেব্রুয়ারি হাঙ্গামার পর তার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে। কিন্তু কে এই শাহরুখ?
এতদিন সে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বাড়ি বদল করে থাকছিল। শেষপর্যন্ত শামলি থেকে তাকে পাকড়াও করে দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। পুলিস সূত্রে খবর শাহরুখ আদতে পঞ্জাবের বাসিন্দা। কোনও ক্রিমিন্যাল রেকর্ড নেই।
শাহরুখের বাবা সাবির পাঠানের বিরুদ্ধে জাল নোট পাচার ও ড্রাগ পাচারের অভিযোগ রয়েছে। দুবার জেলেও খেটেছে সে।
বর্তমানে একটি কারখানা চালায় শাহরুখ।
একসময় সে মডেল হওয়ার চেষ্টা করেছিল। কিছু টিকটক ভিডিয়োও তৈরি করেছিল সে।
বন্দুক নিয়ে তাণ্ডবের পর সে সোজা চলে যায় পঞ্জাব। সেখান থেকে বেরিলি সহ কয়েকটি জায়গা ঘুরে শামলিতে এক বন্ধুর বাড়িতে লুকিয়ে ছিল।