রাজা কিংবা রানি আসছে... ঘোষণা বিদ্যুত্ বোল্টের
বাবা হতে চলেছেন বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্ট।
সুখবরটি ঘোষণা করলেন বোল্ট নিজেই। জামাইকান মডেল বান্ধবী কাসি বেনেটের সঙ্গে ছবি শেয়ার করে একথা জানিয়েছেন বোল্ট।
বোল্ট লিখেছেন, কোনও রাজা বা রানি আসছে ...
বোল্ট সমুদ্র সৈকতে বান্ধবীর সঙ্গে হাঁটছেন। বেনেটের এক হাতে তাঁর বেবি বাম্প ধরে।
ট্র্যাক থেকে অবসর নিয়ে এখন ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান ৩৩ বছর বয়সী তারকা।