Purba Bardhaman: পৌরপ্রধানকে অপসারণের দাবি! ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব...

Mon, 08 Jul 2024-10:46 pm,

সন্দীপ ঘোষ চৌধুরী: দাঁইহাটে তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্ব। ফের প্রকাশ্যে উঠে এল তৃণমূল কংগ্রেস পরিচালিত দাঁইহাট পৌরসভার গোষ্ঠীদ্বন্দ্ব। এবার প্রকাশ্যে পথসভা থেকে দলেরই পৌরপ্রধানকে অপসারণের দাবি তুললেন দাঁইহাট পৌরসভার উপ-পৌরপ্রধান অজিত বন্দ্যোপাধ্যায়। 

 

আজ বিকেলে দাঁইহাট শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে পৌরসভা মোড় পর্যন্ত মিছিল হয়। আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সমর্থনে এই মিছিল হয় এবং মিছিল শেষে একটি পথসভার আয়োজন করা হয়।

 

সেই পথসভা থেকে দলেরই পৌর প্রধানকে অপসারণের দাবি তুললেন উপ পৌরপ্রধান। যদিও এই মিছিল বা পথসভা কোনওটাতেই দেখা মেলেনি দাঁইহাট পৌরসভার পৌরপ্রধান ও দাঁইহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির। 

এই মিছিলে উপপৌরপ্রধান সহ ১১ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এছাড়াও উপপৌরপ্রধান আরোও বলেন তাদের এই মিছিলে যোগ না দেওয়ায় জন্য বিভিন্ন ওয়ার্ডে গিয়ে গিয়ে বলে এসেছেন। এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

যদিও এই মিছিলে উপস্থিত না থাকার বিষয়ে পৌরপ্রধান প্রদীপ রায় বলেন, 'এই মিছিল বা পথসভা কোনওটাতেই উপস্থিত থাকার জন্য জেলা সভাপতি বা শহর সভাপতি কেউই বলেন নাই তাই, আর আমি দলের কথা ছাড়া কোনোও মিটিং মিছিলে যাই না। সেই জন্য এখানেও যাইনি।

তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, 'দলের কারোর বিরূদ্ধে কোনোও অভিযোগ থাকতেই পারে, সেটা দলের ভেতরে জানানো উচিত। এইভাবে প্রকাশ্যে এই জিনিস বলাটাকে দল বিরোধী আচরণ হিসাবেই ধরা হবে। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। দল যা সিদ্ধান্ত নেবে, সেটাই কার্যকর করব।' প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই দাঁইহাট পৌরসভার ১১ জন কাউন্সিলর পৌরমন্ত্রি ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে বর্তমান চেয়ারম্যান প্রদীপ রায়কে অপসারনের দাবf করেছেন। এরপর থেকেই রাজনৈতীক চাপানউতোর লেগে রয়েছে দাঁইহাট পৌরসভায়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link