কালো টাকা কমেছে; বেড়েছে লেনদেন স্বচ্ছতা, নোট বাতিলের ৪ বছর পূর্তিতে জোর সওয়াল নমোর
রাত আটটায় মাত্র ১০ মিনিটের একটা ভাষণ। চার বছর আগে এই দিনেই প্রধানমন্ত্রীর এক ঘোষণা হইচই ফেলে দিয়েছিল গোটা দেশে। এদিন পাঁচশো ও হাজার টাকার নোট বাতিল বলে ঘোষণা করেন মোদী। চার বছর পর প্রধানমন্ত্রী বলছেন, নোট বাতিল ছিল ভারতের জন্য আশীর্বাদ।
নোট বাতিলের ৪ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন, নোট বাতিলের ফলে অর্থনীতিতে কালো টাকা কমেছে, কর আদায় বেড়েছে। পাশাপাশি দেশে লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, নোট বাতিলের ফলে দেশে উন্নয়নে গতি এসেছে।
নোট বাতিলের পক্ষে সওয়াল করেছে বিজেপিও। দলের দাবি, ২০১৬-১৭ সালে ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন হয়েছিল ৬,৯৫২ কোটি টাকা। ২০১৯-২০ সালে তা বেড়ে হয়েছে ২১ লাখ কোটি টাকা।
বিজেপি তরফে টুইট করে দাবি করা হয়েছে, ২০১৩-১৪ সালে কর্পোরেট ট্য়াক্সের থেকে ৩৫ শতাংশ বেশি ট্যাক্স আদায় হয়েছে ২০১৮-১৯ আর্থিক বছরে।
বিজেপির তরফে আরও বলা হয়েছে, ২০১৬-১৭ সালে আয়কর রিটার্নের সংখ্যা ছিল ৮.০৩ লাখ। ২০১৭-১৮ সালে তা বেড়ে হয় ৯.৪২ লাখ।