লাথি মেরে স্কুলের গেট ভেঙে ভিতরে ঢুকল পুলিস! রণক্ষেত্র দমদম সেন্ট মেরি স্কুল
ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল দমদম সেন্ট মেরি স্কুল। লাথি মেরে স্কুলের গেট ভেঙে ভিতরে ঢুকল পুলিস।
অভিভাবকদের অভিযোগ, এই লকডাউনের মধ্যেও স্কুল কর্তৃপক্ষ ফি বৃদ্ধি করেছে। লকডাউনের ফলে অনেকের রোজগার কমে গেছে তাই ফি বৃদ্ধির বিরুদ্ধে তারা অবস্থান বিক্ষোভ করছে। এ দিন স্কুলের গেটের বাইরে প্রতিবাদ জানানোর পর দমদম রোড অবরোধ করে অভিভাবকেরা।
এরফলে এলাকায় যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল দমদম থানার পুলিস। প্রথমে অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়েন পুলিসকর্মীরা। অভিভাবকদের প্রশ্ন, অনেক আবেদন সত্ত্বেও স্কুলের গেট পর্যন্ত খোলেনি কর্তৃপক্ষ।
স্কুল কর্তৃপক্ষকে গেট খোলার আবেদন জানালেও তাতে কাজ হয় না। এরপর লাথি মেরে স্কুলের গেটে ভেঙে ভিতরে ঢোকে পুলিস, সঙ্গে ছিলেন অভিভাবকরাও।
প্রিন্সিপ্যালকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। পরে পুলিস তাঁকে উদ্ধার করে নিয়ে যান। অবশেষে অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয় স্কুল কর্তৃপক্ষ। ঠিক হয়, ২৫ জুন বর্ধিত ফি-র ব্যাপারে সিদ্ধান্ত জানাবে স্কুল কর্তৃপক্ষ।