Golondaj: পুজোয় বড়পর্দায় হাজির Dev, গোলন্দাজের প্রিমিয়ারে চাঁদের হাট
নিজস্ব প্রতিবেদন: এই পুজোয় মুক্তি পেল দেবের ছবি 'গোলন্দাজ'। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ভূমিকায় দেখা গেল দেবকে। সম্প্রতি ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন অভিনেতা।
ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। পরিচালকের কথায়, 'গোলন্দাজ ছবিটি বায়োপিক এক্কেবারেই নয়। আবার আমি কোনও ডকুমেন্টরিও বানাই না। সিনেমা বানাতে গেলে সিনেমার সব শর্ত মেনেই আমি ছবিটি বানাবো। গল্পের প্রয়োজনে ওনার যতটুকু নেওয়ার, ততটুকুই নেব। সুন্দর করে একটা গল্প বলতে গেলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। একটা মানুষ যিনি সে সময় ছিলেন, তাঁর হাত ধরে কী কী হয়েছিল, কীভাবে তিনি কী করলেন সেই সময়টাকে ঘিরেই একটা গল্প বলার চেষ্টা করেছি।'
শোভাবাজারের রানি কমলিনী, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ইশা সাহা।
ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, তাঁকে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী ভার্গবের ভূমিকায়।
একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জন ভট্টাচার্য।
দেব, ইন্দ্রাশিস, অনির্বান ছাড়াও এই ছবিতে দেখা গেল একাধিক অভিনেতাকে। প্রিমিয়ারে উপস্থিত ছিল গোলন্দাজের পুরো টিম।