Dev at Globe Cinema: ২০ বছর পর খুলল গ্লোব সিনেমা, প্রথমদিন কাউন্টারে নিজের হাতে `টেক্কা`র টিকিট বিক্রি করলেন দেব...

Soumita Mukherjee Sun, 06 Oct 2024-8:35 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্লোব সিনেমা কলকাতার অন্যতম পুরনো ঐতিহ্যবাহী একটি সিনেমাহল। ২০০৪ সালে বন্ধ হয়ে যায় সেই হল। রবিবার ২০ বছর পর চেনা ছন্দে আবারও ফিরল গ্লোব সিনেমা। 

 

সৃজিত মুখোপাধ্যায়ের ছবি টেক্কার হাত ধরেই শুরু হবে গ্লোবের নতুন পথচলা। এক সময়ে যে সিনেমা হলে শুধুই বিদেশি ছবি চলত, সেই প্রেক্ষাগৃহ ফিরল বাংলা ছবি দিয়ে।

 

রবিবার গ্লোবে পা রেখে দেব বললেন, এটাই আমাদের প্যান্ডেল আর এই স্ক্রিনই আমাদের প্রতিমা। 

 

এদিন টিকিট কাউন্টার থেকে নিজ হাতেই টেক্কার টিকিট বিক্রি করলেন দেব ও সৃজিত। 

 

শুধু গ্লোব নয়, আগামীদিনে  ১০০টি প্রেক্ষাগৃহ খুলতে চান পরিবেশক ও হলমালিক শতদীপ সাহা ও তাঁর বাবা রতন সাহা। সেই তালিকায় রয়েছে ইলোরা, মিত্রা, দর্পণা, রূপবাণী, রাধা সহ একাধিক।

 

তবে এই পুজোয় শুধু টেক্কা নয়, একই সঙ্গে গ্লোবে চলবে বহুরূপী ও শাস্ত্রীও। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link