বিধ্বংসী সুনামিতে তছনছ সুন্দা; মৃত ২২২, হাহাকার জাভায়
ভয়াবহ সুনামিতে বিপর্যস্থ ইন্দোনেশিয়ার লামপাং প্রদেশের সুন্দা। শনিবার রাত সাড়ে নটা নাগাদ সেখানে আছড়ে পড়ে সুনামি।
গভীর সমুদ্রে চাইল্ড নামে এক আগ্নেয়গিরি জেগে ওঠাতেই এই সুনামি বলে মনে করা হচ্ছে।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রবল জলচ্ছাসে মৃত্যু হয়েছে ২২২ জনের। আহত কমপক্ষে ৮০০। এমনটাই দাবি করেছে বিবিসি।
ধ্বংসস্তূপ সরিয়ে আহত বা নিহতদের উদ্ধার করার পক্ষে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে রাস্তা ভেঙে যাওয়া। ফলে সময় যত বাড়ছে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।
ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা দফতরের সুতোপো নুগরোহো জানিয়েছেন, জাভার বানটেনের পশ্চিম উপকূল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।