হিরে ব্যবসায়ী খুনে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ `গোপী বহু` খ্য়াত দেবলীনাকে
হিরে ব্যবসায়ী রাজেশ্বর উড়ানি খুনের ঘটনায় রবিবারও ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল 'গোপী বহু' খ্যাত বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যকে।
শনিবারই তাঁকে অসমের গুয়াহাটি থেকে আটক করে অসম পুলিস।
দেবলীনাকে ঘাটকোপারের পেন্ড নগর থানায় এনে রবিবার ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে পুলিস।
ANI সূত্রে খবর, এদিন দেবলিনা ছাড়়াও জিজ্ঞাসাবাদ করা হয় খুনের ঘটনায় ধৃত সচিন পাওয়ারকে। যিনি মহারাষ্ট্রে সরকারে মন্ত্রী প্রকাশ মেহেতার আপ্ত সহায়ক ছিলেন।
এই খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয় মহারাষ্ট্রের মন্ত্রী প্রকাশ মেহেতাকে। তিনি জানান, ধৃত সচিন পাওয়ার বর্তামানে আর তাঁর আপ্ত সহায়ক হিসাবে কাজ করেন না।
সচিন পাওয়ার ছাড়াও এই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মুম্বই পুলিসের এক কনস্টেবল দীনেশ পাওয়ারকেও।
এদিকে ANI সূত্রে খবর, রবিবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় দেবলিনাকে। অভিনেত্রীর আইনজীবী জানান দেবলীনাকে গ্রেফতার করা হয়নি, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল।
পুলিস সূত্রে খবর, হীরে ও সোনার ব্যবসায়ী রাজেশ্বর উড়ানিকে বিভিন্ন পানশালায় বিভিন্ন মহিলার সঙ্গে বহুবার দেখা গেছে।
বছর ৫৭র এই ব্যবসায়ী গত ২৮ নভেম্বর থেকে নিরুদ্দেশ ছিলেন ৷ তিনি বাড়িতে জানিয়েছিলেন,যে তাঁরা আন্ধেরির বাড়িতে যাচ্ছেন ৷ কিন্তু তিনি আর ফিরে আসেননি ৷ এরপরই উড়ানি পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে ৷
এরপরে পনভেলের কাছে একটি জঙ্গল থেকে পুলিস বিকৃত অবস্থায় রাজেশ্বর উড়ানির দেহ।