ভারত কবে করোনা মুক্ত হবে? অঙ্ক কষে কী ভাবে বলা সম্ভব এর দিন-ক্ষণ!

Sudip Dey Sun, 07 Jun 2020-3:16 pm,

ভারতের এখন করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪১ হাজার ৯৭০। শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮৮৭ জন৷ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যার নিরিখে এখনও পর্যন্ত এটাই সর্বাধিক! এই পরিস্থিতিতে ভারত কবে নাগাদ করোনা মুক্ত হতে পারে তা হিসেব কষে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দুই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ!

ভারত কবে করোনা মুক্ত হবে, অঙ্ক কষে তা জানিয়েছেন ডিরেক্টোরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (Directorate General of Health Services)-এর ডেপুটি ডিরেক্টর ডঃ অনিল কুমার এবং ডেপুটি অ্যাসিসট্যান্ট ডিরেক্টর রূপালী রায়। কিন্তু ভারত কবে করোনা মুক্ত হবে, অঙ্ক কষে তার দিন-ক্ষণ কী ভাবে বলা সম্ভব?

এর জন্য বেইলির গাণিতিক মডেল (Bailey's mathematical model) কাজে লাগিয়ে ভারতের করোনা সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে রীতিমতো অঙ্ক কষেছেন স্বাস্থ্য মন্ত্রকের এই দুই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ! এ ক্ষেত্রে মহামারীর বিভিন্ন পরিস্থিতি নিয়ে গবেষণা করে দেখেছেন ডঃ কুমার ও রূপালী রায়।

বিশেষজ্ঞ জানিয়েছেন, ভারত করোনা মুক্ত হতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ। অঙ্কের হিসাবে করোনার হাত থেকে নিষ্কৃতি পেতে হলে সুস্থতার সংখ্যা আরও বাড়াতে হবে। মৃতের সংখ্যা আর সুস্থতার সংখ্যার মধ্যে থেকেও সংক্রমিতের সংখ্যা বের করে নিতে হবে। আর সেটি সম্ভব হবে একমাত্র সুস্থতার হার বাড়লে।

তবে কোনও হিসেব, পর্যবেক্ষণ বা গণনা তখনই মিলবে, যখন এই দীর্ঘ সময় দেশে সব রকম সাবধানতা, সামাজিক দূরত্ব, যথাযথ চিকিৎসা পরিকাঠামো ও স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। না হলে এই তারিখ পরিবর্তিত হতে পারে বলে মত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দুই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link