ইলিশ আর রুইমাছের ভোগ ঢাকা কালীবাড়িতে, করোনায় এবার বন্ধ পুষ্পাঞ্জলি
মৌমিতা চক্রবর্তী : প্রতিবছরের মত এবছরও নিয়ম নীতি মেনে পুজো হচ্ছে ঢাকা কালীবাড়িতে।
দক্ষিণ কলকাতার অন্যতম প্রাচীন মন্দির ঢাকা কালীবাড়ি। প্রতিবছরই বহু ভক্ত এখানে পুজো দিতে আসেন।
এদিনও অনেককেই আসতে দেখা গেল পুজো দিতে। সবারই মুখে ছিল মাস্ক।
তবে এবার করোনার কারণে পুষ্পাঞ্জলি বন্ধ ঢাকা কালীবাড়িতে। দর্শনার্থীদদের জন্য রয়েছে স্যানিটাইজেশনের ব্যবস্থা।
এদিন ঢাকা কালীবাড়ির প্রতিমাকে বিশেষ ভোগ দেওয়া হয়। নিরামিষ নয়, আমিষ ভোগ দেওয়া হয় এখানে। ভোগে থাকে ইলিশ, রুই মাছ আর পায়েস।