`কাজ চলে গিয়েছে, জমানো টাকা দিয়ে কেনা রিকশাও কেড়ে নিল ওঁরা`
নিজস্ব প্রতিবেদন:হঠাৎ নিষেধাজ্ঞা আইন। চলল সেই নির্দেশ মেনে অভিযান। তিল তিল করে জমানো টাকা দিয়ে কেনা রিকশা নিয়ে গেল বাংলাদেশের জিগাতলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
কান্নায় ভেঙে পড়েন রিকশা চালকরা। রোজগারের পথ হারিয়ে ফেলেছেন তাঁরা।
ঋণের বোঝা মাথার উপর। কেঁদে কূল পাচ্ছেন না ফজলুর রহমান।
সোমবার জিগাতলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানে তাঁর রিকশাটিও তুলে নেওয়া হয়।
হাজারিবাগ এলাকার বাসিন্দা ফজলুর জানান, করোনাভাইরাস মহামারীর মধ্যে দোকানের কাজ হারিয়ে ১৫ দিন আগে ৮০ হাজার টাকা ধার-দেনা করে ব্যাটারিচালিত রিকশাটি কিনেছিলেন তিনি।