EXPLAINED | Yuzvendra-Dhanashree Divorce: `ভীষণ কঠিন ছিল কয়েকটা দিন!` চাহালের সঙ্গে ডিভোর্সের জল্পনার মাঝেই মুখ খুললেন ধনশ্রী
বেশকিছু দিন ধরেই জল্পনার মধ্যে রয়েছে। টিম ইন্ডিয়ার ক্রিকেটার যজুবেন্দ্র চাহালের সঙ্গে বিবাহবিচ্ছেদ হতে চলেছে স্ত্রী ধনশ্রী বর্মার।
সম্প্রতি স্ত্রী'র সঙ্গে সমস্ত ছবি সরিয়ে দিয়েছিলেন চাহাল।
বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝেই চাহালের এইরকম সিদ্ধান্ত তাঁদের বিচ্ছেদের বিষয়টিকে আরও জোরালো করে তোলে।
সেই সব জল্পনার মাঝেই এবার মুখ খুললেন ধনশ্রী।
তিনি বলেন, 'বেশকিছু দিন আমার ও আমার পরিবারের জন্য ভীষণ কঠিন ছিল। ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল। এমন ভিত্তিহীন খবরের কারণে সম্মানহানি হয়।'
তিনি আরও বলেন, 'নিজের পরিচয় গড়ে তুলতে বেশকিছু বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে। চুপচাপ আছি বলে আমি দুর্বল এটা ভাববেন না। ভিত্তিহীন খবর সোশ্যাল মিডিয়ায় লোকে বেশি খায়। আর আমি সত্যিটা পছন্দ করি।’