সামনেই ধনতেরাস, সম্পদ বৃদ্ধিতে কী কী করবেন দেখে নিন..
ধনতেরাসে লক্ষ্মীর পাশাপাশি গণেশ-এর পুজোও করা হয়।
কথিত আছে, ধনতেরাসে লক্ষ্মীর পুজো করলে সুখ, সমৃদ্ধি বৃদ্ধি পায়। বলা হয়, ওইদিন সমুদ্র থেকে ধন, রত্ন নিয়ে মর্ত্যে উঠে আসেন লক্ষ্মী। আর তাই ওইদিন লক্ষ্মীর সঙ্গে কুবেরেরও পুজো করা হয়।
সময়মত ধনতেরাসের পুজোটাও সেরে নিন। ১৭ অক্টোবর সন্ধে ৭.১৯ থেকে ৮.১৭-র মধ্যে পুজো সরে ফেলুন।
ধনতেরাসে আপনি গাড়িও কিনতে পারেন
ধনতেরাসে সোনার পাশাপাশি যে কোনও ইলেক্ট্রনিকস জিনিস কিংবা রুপোর জিনিসও কিনতে পারেন। লক্ষ্মীর মূর্তি আঁকা সোনা বা রুপোর মুদ্রাও কিনতে পারেন। এতে সৌভাগ্য ফেরে বলে মনে করা হয়।
ধনতেরাস উপলক্ষ্যে সোনা কেনা একটা ট্রেন্ড। আর সোনা কিনতে গেলে তার দাম ভাল করে দেখে নিন। সেই সঙ্গে সোনা হলমার্ক কি না, সেটাও দেখে নিন। না হলে, সোনার দোকানে গিয়ে ঠকতে হতে পারে কিন্তু আপনাকে।