Dharmendra-Hema Malini: বিয়ের ৪৪ বছর পর ফের ধর্মেন্দ্রের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন হেমা মালিনী...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার ছিল ধর্মেন্দ্র ও হেমা মালিনীর ৪৪ তম বিবাহ বার্ষিকী।
সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তিনি লেখেন, বাড়িতেই এই ছবি তোলা।
সেই ছবি থেকেই শুরু হয়েছে নয়া জল্পনা।
অনেকেই মনে করছেন ফের নিয়ম মেনে বিয়ে করলেন এই দুই তারকা।
এদিন হেমার পরনে ছিল ব্রাইডাল শাড়ি। দুজনের গলাতেই দেখা গেল বিয়ের বিশেষ মালা।
একটি ছবিতে হেমাকে চুম্বন করতেও দেখা যায় ধর্মেন্দ্রকে।
বাবা-মায়ের বিবাহবার্ষিকী পুরো আয়োজনই করেছিলেন তাঁদের কন্যা এষা।