আমফান বিধ্বস্ত বাংলার জন্য প্রার্থনা, কলকাতা ও বোলপুরের শ্যুটিংয়ের ছবি পোস্ট দিয়া মির্জার
আমফানের তাণ্ডবে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ। ঝড়ের তাণ্ডব যেন রাতারাতি এরাজ্যের সুন্দর ছবিটা বদলে দিয়েছে। এই পরিস্থিতি এরাজ্যের গ্রাম বাংলার ছবি শেয়ার করেছেন দিয়া মির্জা। (ছবি-ইনস্টাগ্রাম)
Ganga The Soul of India-র শ্যুটিংয়ের জন্য এরাজ্যে এসেছিলেন দিয়া। কলকাতার পাশাপাশি গিয়েছিলেন বোলপুরেও। সেই সময়ের কিছু মুহূর্তে সুন্দর বাংলার ছবিই পোস্ট করেছেন দিয়া মির্জা। (ছবি-ইনস্টাগ্রাম)
আমফানের মতো সুপারসাইক্লোনের দাপটে এক লহমায় বদলে গিয়েছে গ্রাম বাংলার ছবিটা। প্রায় ১৭, ৮০০ হেক্টর চাষের জমি নষ্ট হয়েছে। সেই কথায় নিজের ইনস্টাগ্রাম পোস্টে তুলে ধরেছেন দিয়া। (ছবি-ইনস্টাগ্রাম)
পাশাপাশি দিয়া মির্জার পোস্টে উঠে এসেছে আবহাওয়ার পরিবর্তনের মতো নানান কথা। (ছবি-ইনস্টাগ্রাম)
নিজের পোস্টে প্রকৃতির প্রতি যত্নবান হওয়ার কথা বলেছেন দিয়া। (ছবি-ইনস্টাগ্রাম)
দিয়া লিখেছেন, একদিকে COVID-19-এর প্রকোপ। তার উপর আমফানের তাণ্ডবে তছনছ করে দিয়েছে মানুষের জীবনযাত্রা। (ছবি-ইনস্টাগ্রাম)
দিয়ার কথায়, প্রকৃতির প্রতি এবার মানুষের মনোভাব বদলানো উচিত। (ছবি-ইনস্টাগ্রাম)
গঙ্গা দ্যা সোল অফ ইন্ডিয়া তথ্যচিত্রের জন্যই এরাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকাতেও ঘুরেছিলেন দিয়া মির্জা। (ছবি-ইনস্টাগ্রাম)
গঙ্গা দ্যা সোল অফ ইন্ডিয়ার শ্যুটিংয়ের সময় দিয়া মির্জা। (ছবি-ইনস্টাগ্রাম)
গঙ্গা দ্যা সোল অফ ইন্ডিয়ার শ্যুটিংয়ের সময় দিয়া মির্জা। (ছবি-ইনস্টাগ্রাম)
গঙ্গা দ্যা সোল অফ ইন্ডিয়ার শ্যুটিংয়ের সময় দিয়া মির্জা। (ছবি-ইনস্টাগ্রাম)