তারকাদের শোয়ের অর্থই ভারত বিরোধিতার কাজে, পাকিস্তানি নাগরিকের ডাকে কী করলেন সলমন!
মার্কিন মুলুকে একাধিক তারকাদের দিয়ে শো করিয়ে, সেই অর্থ ব্য়বহার করেন ভারত বিরোধিতার কাজে। এবার সেই পাকিস্তানি নাগরিক রেহান সিদ্দিকির শোয়ের জন্য ডাক পড়ে সলমন খানের
রিপোর্টে প্রকাশ, পাক নাগরিক রেহান সিদ্দিকির শোয়ের আমন্ত্রণ পেয়েও এবার ফিরিয়ে দেন বলিউড ভাইজান। সলমন খানের ফ্যান পেজের তরফে ওই খবর শেয়ার করা হয় বলে জানা যাচ্ছে
সূত্রের খবর, পাক নাগরিক রেহান সিদ্দিকি মাঝে মধ্যেই মার্কিন মুলুকের হাউজস্টোনসহ একাধিক জায়গায় শোয়ের আয়োজন করেন। সেই শোয়ে হাই প্রোফাইল তারকাদের হাজির করে, সেখান থেকে অর্থ সংগ্রহ করেন। সেই অর্থই ব্যবহার করা হয় ভারত বিরোধিতার কাজে
ভারত বিরোধিতার কারণেই সম্প্রতি বলিউড অভিনেতা দলজিত সিং দোসাঞ্জ রেহান সিদ্দিকির মার্কিন মুলুকের শো বাতিল করে দেন। তবে এর আগে পঙ্কজ উদাস, সইফ আলি খান, বাদশা, মিকা সিংদের মতো একাধিক তারকাদের দিয়ে মার্কিন মুলুকে একের পর এক শো করান রেহান সিদ্দিকি
মার্কিন মুলুকে তারকাদের দিয়ে যে শো করানো হয়, সেই অর্থ ভারত বিরোধিতার কাজে লাগানো হবে। এই খবর পাওয়ার পরই সলমন কান রেহানের শো বাতিল করে দেন। এ বিষয়ে সলমনের ফ্যান পেজের তরফে জানানো হয়, ভাইজানের কাছে দেশ সবার আগে। রেহানের ভারত বিরোধিতার বিষয়টি প্রকাশ্যে আসার পর তাঁর শো বাতিল করতে একটুকুও দ্বিধা করেননি সলমন খান
জানা যাচ্ছে, সম্প্রতি আরও বেশ কিছু শোয়ের আয়োজন মার্কিন মুলুকে করছেন রেহান সিদ্দিকি। সেই সব শোযের অর্থ দিয়েই মার্কিন মুলুকে ভারতের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের তোড়জোড় করা হচ্ছে। এমনকী, মার্কিন মুলুকে বসবাসকারী পাক নাগরিকদের দিয়েই ওই প্রতিবাদ শুরু করার তোড়জোড় রেহান সিদ্দিকি শুরু করেছেন বলে খবর
যদিও মার্কিন মুলুকের হাউজস্টোনের শো নিয়ে সলমন খান নিজে কোনও মন্তব্য করেননি
এদিকে সম্প্রতি রাধের শ্যুটিং শুরু করেছেন সলমন খান। দাবাং থ্রি বলিউডে সেভাবে ব্যবসা করতে পারেনি। ফলে ওই সিনেমার পরপরই ফের রাধের জন্য তোড়জোড় শুরু করে দেন সলমন
পরিচালক প্রভু দেবার রাধে-তে সলমন কতটা কামাল করতে পারেন, এবার সেটাই দেখার
রাধে-তে সলমন খানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি