২০ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন দিদিয়ের দ্রোগবা

Sukhendu Sarkar Thu, 22 Nov 2018-2:56 pm,

# আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করে দিলেন আইভরি কোস্টের তারকা ফুটবলার দিদিয়ের দ্রোগবা।

 

# তিনিই আইভরি কোস্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। দেশের জার্সিতে ১০৪ ম্যাচে ৬৫টি গোল করেছেন দ্রোগবা।

 

# ২৩ বছর পর্যন্ত দ্রোগবা পেশাদার ফুটবল খেলেননি তেমনভাবে। ২০০২ সালে ফরাসি দল গুইংঅ্যাম্পে যোগ দেন। তারপর তিনি মার্সেইতে চলে যান। ২০০৪ সালে চেলসিতে যোগ দেন দ্রোগবা। আর সেখানেই কেরিয়ারের সেরা সময় কাটিয়েছেন তিনি।

# ৪০ বছর বয়সী দ্রোগবা চেলসির হয়ে ৩৮১টি ম্যাচ খেলে ১৬৪টি গোল করেছেন। চারটি প্রিমিয়ার লিগ ট্রফি রয়েছে তাঁর ঝুলিতে। তার সঙ্গে রয়েছে চারটি এফএ কাপ এবং ২০১২ সালের চ্যাম্পিয়ন্স লিগ।

 

# ২০০৬-০৭ ও ২০০৯-১০ মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সোনার বুট জিতে নেন দ্রোগবা। ব্লুজদের জার্সিতে মোট ১০৪ গোল করেছেন আইভরি কোস্টের এই তারকা স্ট্রাইকার। 

# ২০১২ সালে চেলসি ছেড়ে চলে যান। ২০১৪ সালে আবার ফিরেও আসেন তিনি। চেলসিতে ফেরার আগে ছ'মাস কাটিয়েছেন শাংঘাই শেনুয়া ও দেড় বছর গালাতাসারে-তে।

 

# কেরিয়ারের শেষ ১৮ মাস তিনি কাটিয়েছেন আমেরিকার দল ফোনিক্স রাইজিংয়ের হয়ে।

# টুইটে এক বার্তায় দ্রোগবা লেখেন, "আমি সব প্লেয়ার, ম্যানেজার, দল ও ফ্যানদের ধন্যবাদ জানাতে চাই যাঁদের সঙ্গে আমার এই চলার পথে দেখা হয়েছে।'' পাশাপাশি তিনি আরও লেখেন, "যদি কেউ আপনাকে বলে আপনার স্বপ্ন অনেক বড়, তা হলে তাঁকে ধন্যবাদ জানিয়ে নিজের কাজের প্রতি মন দাও, পরিশ্রম করে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত কর।''

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link