জন্মদিনে মূর্তি `উপহার` পেলেন মারাদোনা
দিয়েগো মারাদােনার ৫৮তম জন্মদিন ছিল ৩০ অক্টোবর। জন্মদিন উপলক্ষে বড়সড় উপহার পেলেন ফুটবল কিংবদন্তি।
বুয়েনস আইরেসে আর্জেন্টিনা জুনিয়র্স ক্লাবের সামনে বসল মারাদোনার মূর্তি। ১৯৭৬ সালে এই ক্লাবের হয়ে অভিষেক হয়েছিল আর্জেন্টাইন কিংবদন্তির।
নয় ফুটের এই মূর্তির উন্মোচন হওয়ার কথা ছিল ৩০ অক্টোবর। কিন্তু গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির কারণে মূর্তির উন্মোচন পিছিয়ে যায়।
জুনিয়র্স ক্লাবের কর্তা আলবার্তো পেরেজ বলেছেন, ''জীবিত অবস্থায় কারও মূর্তি সচরাচর দেখা যায় না। কিন্তু মারাদোনা এক্ষেত্রে ব্যতিক্রমী। ওঁর মূর্তি স্থাপন করতে পেরে আমরাও গর্বিত।''
মূর্তি স্থাপনের সময় অবশ্য হাজির ছিলেন না মারাদোনা।
১৯৮৬ বিশ্বকাপ জয়ী মারাদোনা অবশ্য খোদ আর্জেন্টিনায় এত বড় সম্মান পেয়ে আপ্লুত।